Skip to content

স্মার্টফোনে ট্র্যাকিং বন্ধে যা করবেন

    স্মার্টফোনে ট্র্যাকিং বন্ধে যা করবেন prothomasha.com

    স্মার্টফোন প্রযুক্তির অন্যতম আবিষ্কার। বর্তমানে এটি ছোট বড় প্রায় সবার হাতেই রয়েছে। এই ডিভাইস মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। তবে এর সদ্ব্যবহারের পাশাপাশি অপব্যবহারও হয় অনেক। ফলে ব্যবহারকারীকে ভোগান্তিতে পড়তে হয়।

    বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে পড়ছে। আবার এর মাধ্যমে আমাদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে পারে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। এমন একটি ভোগান্তি বা সমস্যা হলো ট্র্যাকিং। এর শিকার হলে গোপন বলে আর কিছুই থাকে না। এটি এমন একটি সমস্যা, যে ইন্টারনেট সংযোগ না থাকলেও স্মার্টফোন অনুসরণ করা (ট্র্যাকিং) যায়।