Skip to content

সুপার এইটে গেলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

    সুপার এইটে গেলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে prothomasha.com

    মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপের আগেও চরম নড়বড়ে ছিল বাংলাদেশ দলের অবস্থা। তবে বিশ্বকাপ শুরু হতেই যেন যাদুর কাঠির স্পর্শে জ্বলে উঠল বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে শ্রীলংকাকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ অনেকটাই মসৃণ করেছে টাইগাররা।বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর ৩ ম্যাচে ২ হারে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলংকার। খাতা-কলমে নেদারল্যান্ডস ও নেপালের সামনে এখনো সুযোগ আছে, তবে তাদের জন্য সমীকরণটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।বাংলাদেশ গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে। সেই ম্যাচে জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে খেলবে বাংলাদেশ। আর হারলেও রানরেটের কারণে বেশি সুযোগ বাংলাদেশেরই থাকবে। সুপার এইটে গেলে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন। সুপার এইটের আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। টুর্নামেন্ট শুরুর আগেই একটি ডেমো গ্রুপ বানিয়েছিল আইসিসি। সেখানে ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২, দক্ষিণ আফ্রিকা ডি-১ ও শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।সেক্ষেত্রে গ্রুপ ‘ওয়ান’-তে রাখা হয়েছে এ-১, বি-২, সি-১ ও ডি-২ আর গ্রুপ ‘টু’-তে রাখা হয়েছে এ-২, বি-১, সি-২ ও ডি-১ এর দলগুলোকে। আইসিসির শর্তে বলা ছিল, এর মধ্যে যদি কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থও হয়, তাহলে ওই গ্রুপ থেকে অন্য দল হিসেবে যারা সুপার এইটে উঠবে তারা ওই জায়গাগুলো দখল করবে। ডি-২ হিসেবে শ্রীলংকা যেহেতু উঠতে পারছে না, সেক্ষেত্রে এই নাম ধারণ করবে বাংলাদেশ। গ্রুপ ‘ওয়ান’-এ এরই মধ্যে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। সেক্ষেত্রে ডি-২ হিসেবে এই তিন প্রতিপক্ষকে পাবে বাংলাদেশ। টাইগাররা চ্যাম্পিয়ন হলেও ডি-২ হিসেবেই সুপার এইটে খেলবে। সুপার এইটের সূচিও নির্ধারণ আগেই করে রেখেছে আইসিসি। সুপার এইটে গেলে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এই ম্যাচ। পরদিন রাত সাড়ে আটটায় একই ভেন্যুতে হবে ভারতের বিপক্ষে ম্যাচ। আর সুপার এইটে শেষ ম্যাচ ২৫ জুন ভোর সাড়ে ছয়টায় আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে।