Skip to content

সুপার এইটে উঠতে আফগানিস্তানের দরকার ৯৬ রান

    সুপার এইটে উঠতে আফগানিস্তানের দরকার ৯৬ রান prothomasha.com

    টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যাওয়ার মিশনে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে আফগানিস্তান। টস জিতে প্রথমে বোলিং করে পাপুয়া নিউগিনিকে ৯৫ রানে অলআউট করে দিয়েছে নাভিন-রশিদরা। সুপার এইটে উঠতে আফগানিস্তানের প্রয়োজন ৯৬ রান।

    ত্রিনিদাদ ও টোবাকোতে টস জিতে প্রথমে বোলিং নিয়ে পাপুয়া নিউগিনিকে চাপে ফেলে আফগান বোলাররা। শুরু থেকেই উইকেট তুলতে থাকে ফারুকি-নবীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই উইকেট তুলে নেন ফারুকি।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে কিপলিন ডোরিগার ব্যাট থেকে। দুই চারে ৩২ বলে ২৭ রান করেন তিনি। এদিকে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।

    আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। নাভিন-উল হক ২.৫ ওভারে মাত্র ৪ রানে নিয়েছে ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন নুর আহমেদ।পাপুয়া নিউগিনির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে সুপার এইটে জায়গা নিশ্চিত হবে আফগানিস্তানের, আর বিদায় নেবে নিউজিল্যান্ড। গ্রুপ ‘সি’ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।