Skip to content

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ দিন আটকে রাখা ১০ জেলেকে উদ্ধার

    সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ দিন আটকে রাখা ১০ জেলেকে উদ্ধারprothomasha.com

    বনদস্যুদের হাতে পাঁচ দিন আটক থাকার পর ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে বন বিভাগ তাদের উদ্ধার করে।

    এই ১০ জন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের মো. আবদুল আলিম (৬২), মো. নুর ইসলাম (৪৫) ও মো. রবিউল ইসলাম (২৮), ছোট ভেটখালী গ্রামের মো. হাফিজুর রহমান (৪৪), রাজু ফকির (৪৭) ও শফিকুল ইসলাম (২৪), দূরমুজখালি গ্রামের মো. রফিকুল ইসলাম (৪২), হরিনগর গ্রামের শফিকুর রহমান (৩৮), মুকাক সানা (৬৮) ও বড় ভেটখালী গ্রামের মো. নজরুল ইসলাম (৫৭)।

    পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

    উদ্ধারকৃত জেলে শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের গ্রামের নজরুল ইসলাম বলেন, তাঁরা বন বিভাগ থেকে পাস নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান ১০ দিন আগে। গত বুধবার দুপুরের দিকে একটি বনদস্যু দল তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। টাকা দিতে আপত্তি করায় তাদের পাঁচ দিন ধরে আটকে রাখা হয়।