৪ দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে তিনি বাংলাদেশ সফর করবেন। এ সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও।আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া সরকার ও ইউএনডিপির উদ্যোগে বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও তরুণ উদ্যোক্তাদের কার্যক্রম দেখবেন তিনি। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার তিনি খুলনার কয়রা উপজেলায় যাবেন।এই সফরে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন সুইডিশ রাজকন্যা। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল।