Skip to content

সুইং স্টেটগুলোতে এগিয়ে ট্রাম্প: জরিপ

    সুইং স্টেটগুলোতে এগিয়ে ট্রাম্প: জরিপprothomasha.com

    বিশ্ববাসীর নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। একদিন পরেই ৫ই নভেম্বর আমেরিকানরা জেনে যাবে আগামী চার বছরের জন্য কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট। এ নিয়ে চলছে আগাম জরিপ। আটলাসইন্টেলের এক জরিপে দেখা যাচ্ছে, সুইং স্টেটগুলোতে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

    এতে বলা হয়, জরিপে অংশ নেয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার বলেছেন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন তারা। জরিপে দেখা যাচ্ছে প্রতিপক্ষ ডেমোক্রেটদের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। নভেম্বরের প্রথম দুই দিন অনুষ্ঠিত এই জরিপে অংশ নেন মোট ২৫০০ ভোটার। যাদের বেশির ভাগই ছিলেন নারী। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প এবং কমালার ফোকাস এখন সুইং স্টেটগুলোতে। কেননা এই রাজ্যগুলোর ওপরই নির্ভর করছে ২০২৪ সালের নির্বাচনে কে হবে প্রেসিডেন্ট। বলা হচ্ছে এই সুইং স্টেটগুলোতে যিনি এগিয়ে থাকবেন তিনিই এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

    পৃথক আরেকটি জরিপে দেখা গেছে সুইং স্টেটগুলোতে রিপাবলিকান ট্রাম্পই ডেমোক্রেটিক কমালার চেয়ে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, অ্যারিজন, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারেলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকন্সিন- এই সাতটি অঙ্গরাজ্যকে একত্রে সুইং স্টেট বলা হয়।

    অ্যারিজনে ট্রাম্পের অবস্থান বেশ শক্ত। সেখানে তার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। পক্ষান্তরে কমালা পেয়েছেন ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদা অঙ্গরাজ্যেও ট্রাম্পের অবস্থান কমালার উপরে রয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে সমর্থন ৫১ দশমিক ৪ শতাংশ। কমালার পক্ষে সমর্থন হচ্ছে ৪৫ দশমিক ৯ শতাংশ। নর্থ ক্যারোলিনাতে ট্রাম্পের সমর্থন ৫০ দশমিক ৪ শতাংশ। আর কমালা পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজ্যগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়। সেগুলো হচ্ছে- রেড স্টেট, ব্লু স্টেট এবং সুইং স্টেট। রেড স্টেট বলা হয় যেসকল রাজ্যে ১৯৮০ সালের পর থেকে ধারাবাহিকভাবে রিপাবলিকানরা জয়ী হয়ে আসছে। অন্যদিকে ১৯৯২ সাল থেকে ডেমোক্রেটদের নিজেদের দখলে রাখা রাজ্যগুলোকে ব্লু স্টেট বলা হয়। এই রাজ্যগুলো সাধারণত তাদের নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে অনুমানযোগ্য বলে মনে করা হয়।

    তবে যেকোনো দলকে সুইং স্টেটগুলোতে তুমুল ফাইট করে জয় পেতে হয়। আর এই রাজ্যগুলোর ভোটের ফলাফলই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিয়ামক হিসেবে কাজ করে থাকে। এখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে লড়াইটা হয় খুব হাড্ডাহাড্ডি। যেমন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ১০ হাজার ভোটের ব্যবধানে অ্যারিজোনা রাজ্যে জয় পেয়েছিলেন জো বাইডেন।

    ২৯ অক্টোবর প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে ভিন্ন চিত্র। ওই জরিপে দেখা যায়, সুইং স্টেটগুলোতে কমালা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর থেকে ১ শতাংশ সমর্থনে এগিয়ে রয়েছেন। কমালার পক্ষে ভোটারদের সমর্থন ছিল ৪৪ শতাংশ, পক্ষান্তরে ট্রাম্পের পক্ষে ছিল ৪৩ শতাংশ ভোটার।

    মজার বিষয় হচ্ছে, রয়টার্সের প্রতিটি জরিপেই কমালা হ্যারিস সাবেক মার্কিন প্রেসিডেন্টের তুলনায় এক শতাংশ বা সামান্য এগিয়ে ছিলেন।