Skip to content

সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে গ্রামে

    সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে গ্রামে prothomasha.com

    মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। আজ সকাল ৬টা দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

    দুপুর ১২টা ১৫ মিনিটে সীমানার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে। এখন অভিনেত্রীর মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে।প্রথম জানাজার সময় সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, ‘বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’

    উল্লেখ্য, স্ট্রোক করেছিলেন সীমানা। এরপর হাসপাতালের বিছানায় ১৪ দিন ছিলেন অচেতন। প্রথমে জরুরিভিত্তিতে তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় অভিনেত্রীকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে তিনি সাইফ সাপোর্টে ছিলেন।

    অভিনয়ে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন তিনি। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা।মাঝে পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন তিনি। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।