Skip to content

সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হেরোইনসহ গ্রেপ্তার

    সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হেরোইনসহ গ্রেপ্তারprothomasha.com

    সিরাজগঞ্জ শহরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা বাবু শেখকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের ‘মাদকপল্লী’ হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার বাবু মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

    মাদক মামলায় গত ৭ জুলাই বাবুকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা। এর পরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক কারবারি করছিলেন।

    সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমিন ও সদর থানার ওসি হুমায়ন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    বুধবার দুপুরে বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা।

    এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যেহেতু বাবু ওয়ার্ড বিএনপির নেতা, তাই শহর বিএনপির সংগঠন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।