Skip to content

সরস্বতী পূজা আজ

    সরস্বতী পূজা আজ prothomasha.com

    হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই দি‌নে হিন্দু ধর্মাবলম্বী‌দের বিশ্বাস অনুসা‌রে তার ভক্তরা জ্ঞান অর্জন ক‌রে দেশ ও জা‌তির কল‌্যাণ কর‌তে সরস্বতী দেবীর পূজা অর্চনা ক‌রেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী তার রাজহাঁসের পিঠে চড়ে অনুসারীদের মধ্যে বিদ্যা, বাণী ও শুভ্রতা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন।

    প্রতিবছর বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কমতি রাখেন না ভক্তরা। এবারও পুরোদস্তুর প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান। কৃপা লাভের আশায় ৭২টি মণ্ডপে পূজার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। সকালে ধূপ ও দ্বীপ জ্বে‌লে প্রতিমায় ফুল দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। শিক্ষার্থী ও অভিভাবক সবারই প্রার্থনা বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানে পরিপূর্ণ হোক সবার জীবন।

    শিশুর হাতেখড়ি দেওয়া হয় মণ্ডপগুলোতে। পুরোহীতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে জীবনের বিদ‌্যা অর্জনের শিক্ষা নি‌তে বাবা–মা‌য়েরা নি‌য়ে আসে তাদের শিশু‌দের।এবার ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় শহরজু‌ড়ে চলছে উৎ‌সবের আমেজ।