শিল্পী সমিতির কারণে সাধারণ মানুষের কাছে টুকটাক পরিচিতি পেয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। গত ১০ বছরে কোনো হিট ছবি দিতে না পারলেও সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি এফডিসির পরিচিতি মুখ। শিল্পী সমিতি থেকে আয়োজিত আওয়ামী লীগের রাজনৈতিক অনুষ্ঠানে সরব থাকতে দেখা যেত জয়কে।
প্রয়াত নায়ক ফারুকের নৌকা প্রতিকের পক্ষে সামনের সারিতে থেকে নির্বাচনে জোর প্রচারণা চালিয়েছিলেন জয়। এবার ভোল পাল্টে হঠাৎ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন তিনি।
তারেক রহমানের ছবি যুক্ত করে জয় লেখেন, “তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।”
জয়ের এই পোস্টের পরে কমেন্টবক্সে নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন! একের পর এক তির্যক মন্তব্য আসতে থাকে। পাশাপাশি তার বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময়ে অংশ নেওয়া নানা কর্মকাণ্ডের ছবি যুক্ত করতে থাকেন কমেন্ট বক্সে।
মাছার হোসেন নামে একজন কমেন্ট করেছেন, ‘চামচামি শুরু হয়ে গেছে। ওরে পল্টিবাজরা, আপনাদের সব স্ক্রিনশট আমার কাছে আছে।’ কাজী আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘শুরু হলো, তোমাদের পল্টিবাজ চামচামি। পাবলিক সব কিছু মনে রেখেছে। এত তাড়াতাড়ি আওয়ামী লীগ চামচামি ছেড়ে দিলেন।’ আহাদ সজীব নামে একজন লিখেছেন, ‘ওরে পাক্কা সুবিধাবাদী পল্টিবাজ।’