Skip to content

সমান ব্যবধানের জয় পেল লিভারপুল-আর্সেনাল

    সমান ব্যবধানের জয় পেল লিভারপুল-আর্সেনাল prothomasha.com

    লিগ কাপের তৃতীয় রাউন্ডে ভিন্ন ম্যাচে মাঠে নামলেও একই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল ও আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গানাররা জিতেছে ৫-১ গোলে, তেমনি ঘরের মাঠ অ্যানফিল্ডেও শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন ৫-১ করে স্টেডিয়াম ছেড়েছে আর্না স্লটের শিষ্যরা!

    কোডি হাকপো ও দিয়োগো জটার জোড়া গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল দারুণ জয় তুলে নেয়। অথচ ২১ মিনিটে সেন্টার-ব্যাক জ্যারেল কুয়ানসার আত্মঘাতী গোলে লিভারপুলই ম্যাচে পিছিয়ে পড়েছিল। এরপর প্রথমার্ধে দুটি ও বিরতির পর আরও তিন গোল করেছে লিভারপুল। ৭৪ মিনিটে মোহাম্মদ সালাহর কাছ থেকেও গোল পেয়েছে লিভারপুল। ৭৬ মিনিটে এডসন আলভারেজ লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ওয়েস্ট হাম।

    এই জয়ে চতুর্থ রাউন্ডে উঠল লিভারপুল। সেখানে ব্রাইটনের মুখোমুখি হবে অলরেডরা। এ মৌসুমে লিগে মাত্র একটি ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে খুশি লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জটা।

    এদিকে এমিরেটসে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে ক্লাবটির হয়ে প্রথম গোল পেয়েছেন রাহিম স্টার্লিং। মূল দলের একাদশে অভিষেকেই জোড়া গোল করেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ইথান নুয়ানেরি। একটি করে গোল করেন কাই হাভার্টজ ও ডেকলান রাইস।

    এই ম্যাচে আর্সেনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্লাবটির একাদশের হয়ে মাঠে নামার রেকর্ড গড়েন ১৬ বছর ৭২ দিন বয়সী গোলকিপার জ্যাক পোর্টার। ১৬ বছর ১৭৭ দিন বয়সে অভিষিক্ত সেস্ক ফ্যাব্রেগাসকে পেছনে ফেললেন পোর্টার। তবে সব মিলিয়ে পোর্টার আর্সেনালের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ২০২২ সালে ক্লাবটির হয়ে ১৫ বছর ১৮১ দিন বয়সে অভিষিক্ত হন নুয়ানেরি। চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্ট নর্থ ইন্ড।

    লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি। ২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।