Skip to content

সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৩–২০তম গ্রেডে পদ ৩৪৯

    সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে ৩২ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৩৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • ১. পদের নাম: প্রধান সহকারী
      পদসংখ্যা: ১৮ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির ডিগ্রিসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
    • ২. পদের নাম: কম্পিউটার অপারেটর
      পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
      বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    • ৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
      পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    • ৪. পদের নাম: ইনস্ট্রাক্টর
      পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৫. পদের নাম: ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স
      পদসংখ্যা: ৩ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং, জেনারেল কিটিং, ব্রিকলেরিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ থাকতে হবে। তবে ভোকেশনাল ট্রেড কোর্সে এক বছর মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৬. পদের নাম: স্টেরিও টাইপিং মেশিন অপারেটর
      পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৭. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
      পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৮. পদের নাম: ফিল্ড সুপারভাইজার
      পদসংখ্যা: ২০ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৯. পদের নাম: গ্র্যাজুয়েট টিচার
      পদসংখ্যা: ১৪ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। তবে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
      পদসংখ্যা: ৫৭ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ১১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
      পদসংখ্যা: ৩১ (অস্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ১২. পদের নাম: হিসাব সহকারী
      পদসংখ্যা: ৮ (স্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। চতুর্থ শ্রেণির চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পাস। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ১৩. পদের নাম: স্টোরকিপার
      পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
      যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
      • ১৪. পদের নাম: টেলিফোন অপারেটর
        পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিংয়ে কাজের অভিজ্ঞতা।
        বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

      • ১৫. পদের নাম: বেঞ্চ সহকারী
        পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
        বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
      • ১৬. পদের নাম: নার্স
        পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে।
        বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
      • ১৭. পদের নাম: কম্পাউন্ডার
        পদসংখ্যা: ৩২ (স্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
        বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
      • ১৮. পদের নাম: গাড়িচালক
        পদসংখ্যা: ২ (অস্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
        বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
      • ১৯. পদের নাম: ফটোকপি অপারেটর
        পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
        যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
        বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
        • ২০. পদের নাম: কারিগরি প্রশিক্ষক (উপজেলা)
          পদসংখ্যা: ১১ (স্থায়ী রাজস্ব) [কম্পিউটার ২টি, মোবাইল ও ডিভিডি ১টি, সেলাই ও উলবুনন ২টি, বাঁশ ও বেত ১টি, বৈদ্যুতিক হাউজিং ওয়্যারিং ১টি, ওয়েল্ডিং ১টি, নার্সারি ১টি, মৎস্য, পোলট্রি ১টি ও বাটিক-বুটিক ১টি]
          যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে। তবে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
          বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

        • ২১. পদের নাম: হেলপার
          পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
          যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস।
          বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
        • ২২. পদের নাম: ফিডার অ্যাটেনডেন্ট
          পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
          যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস।
          বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
          • ২৩. পদের নাম: আয়া
            পদসংখ্যা: ৫ (অস্থায়ী রাজস্ব)
            যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস।
            বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
          • ২৪. পদের নাম: অ্যাটেনডেন্ট
            পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
            যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস।
            বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
          • ২৫. পদের নাম: দারোয়ান
            পদসংখ্যা: ৪ (স্থায়ী রাজস্ব)
            যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
            বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

          • ২৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
            পদসংখ্যা: ১৫ (স্থায়ী রাজস্ব)
            যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
            বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)