Skip to content

সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত একজনের মৃত্যু

    সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত একজনের মৃত্যু prothomasha.com

    সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে আনসারদের মারামারির ঘটনার মাঝে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে আহত শিক্ষার্থীর বাবা ঢামেক হাসপাতালে মারা গেছেন।আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক।

    নিহতের ছেলে কবি নজরুল কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী হাসান আহামেদ বিশাল বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ে ত্রান সংরক্ষণের স্থানে কাজ করে রাতে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে গিয়েছিলাম। আমার বাবা রেন্ট-এ-কারের গাড়ী চালাক। বেশির ভাগ সময় থাকেন পল্টনে। আমি সচিবালয়ের সামনে আছি শুনতে পেয়ে আমাকে এগিয়ে আনতে যাওয়ার সময়ে ঐ সংঘর্ষের মাঝে পড়ে যান। সেখানে আনসারদের মারধরে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

    বাগেরহাট জেলার মংলা উপজেলার দক্ষিণ বাজিকারেরখন্ড গ্রামের আব্দুস সোবাহান হাওলাদার এর ছেলে শাহিন। দুই ছেলে ও এক মেয়ের জনক শাহিন খিলগাঁও দক্ষিণ গোড়ান পরিবার নিয়ে থাকতেন।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।