বাগেরহাটের চিতলমারীতে হাত–পা বেঁধে সাড়ে তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার শিশুটির ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এর আগে বুধবার বিকেলে চিতলমারী উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী শিশুর নানাবাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের এক কিশোরকে আটক করে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কয়েক দিন আগে ভুক্তভোগী শিশু তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকেলে ওই শিশু বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় অভিযুক্ত প্রতিবেশী কিশোর শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটির পরনের প্যান্ট খুলে এবং কাপড় দিয়ে হাত–পা ও মুখ বেঁধে ফেলে ওই কিশোর।
ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত কিশোর যৌন নির্যাতন করতে চেয়েছিল। মুখ বাঁধার ফলে শিশুটির শ্বাসরোধে মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরের নানাবাড়ি থেকে তাকে আটক করে। আটক কিশোরের ঘর থেকে শিশুটির পরনের প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।পুলিশ কর্মকর্তা মো. রাসেলুর রহমান বলেন, ‘শিশুটিকে কেন সে হত্যা করল তা জানার জন্য আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে, তাতে এটিকে যৌন নির্যাতন বলে মনে হচ্ছে।’শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।