Skip to content

শিরোপা জিতে কত কোটি টাকা আয় করল ভারত

    শিরোপা জিতে কত কোটি টাকা আয় করল ভারত prothomasha.com

    রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত। শিরোপা জিতে মোটা অংকের প্রাইজমানিও ঘরে তুলছে রোহিত শর্মার দল। রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও ভালো আয় করেছে।

    ২০ দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে আগেই রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিসি। এবারের মোট প্রাইজমানি ছিল ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত প্রাইজমানি হিসেবে পাচ্ছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ প্রোটিয়ারা পাচ্ছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা।

    সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। এছাড়া সুপার এইটে উঠতে সক্ষম হওয়া দলগুলোর জন্য প্রাইজমানি অনুযায়ী বরাদ্দ ছিল ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি।

    অর্থাৎ, এই পরিমাণ টাকা শুধু প্রাইজমানি হিসেবেই পাচ্ছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে অনুযায়ী তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে ৯৩ হাজার ৪৬২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকা। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।