ঢালিউড সুপারস্টার শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক রায়হান রাফি। ‘তুফান’ নামের এই ছবির শুটিং শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিতে অভিনেতা আফরান নিশোও থাকবেন। তাকে ভিলেনের চরিত্রে দেখা যাবে! বিশেষ করে তুফানের পোস্টার হাতে নিশোর একটি স্থির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর।
ভাইরাল হওয়া স্থিরচিত্রে দেখা যাচ্ছে, সম্পাদক মতিউর রহমানের হাতে তুফানের পোস্টার তুলে দিচ্ছেন আফরান নিশো, রায়হান রাফি ও প্রযোজক শাহরিয়ার শাকিল। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। তুফানের পোস্টারে আফরান নিশোর ছবি সত্য নয় বলে জানিয়েছে সত্যতা যাচাইকারী সংস্থা রুমার স্ক্যানার। আলোচিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে নির্মিত হয়েছে। এ ছাড়া মূল ছবির বিষয়েও খোঁজখবর নেয় প্রতিষ্ঠানটি।
কীওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, সংস্থাটি বলেছে যে 28 জুলাই, 2023 তারিখে পরিচালক রায়হান রাফির ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া গেছে। যেখানে একই লোকেরা মতিউর রহমানের হাতে টানেলের সিনেমার পোস্টার হস্তান্তর করছে। ভাইরাল হওয়া ঝড়ের এডিট করা ছবি এটি।
একই কথা বললেন রায়হান রাফিও। তুফানের সঙ্গে আফরান নিশোর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব ভুয়া কথা বলা উচিত নয়। দেখবেন পুরো ব্যাপারটাই ভুয়া।
তুফান প্রযোজনা করছে চরকি, আলফা আই এবং কলকাতার স্বনামধন্য এসভিএফ। ভারতের রামুজি ফিল্ম সিটিতে ২৫ ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হবে। এরই মধ্যে সেটের কিছু ডামি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এ বিষয়ে এখনই বলতে নারাজ পরিচালক রায়হান রাফি। তিনি শুধু বললেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে। এরই মধ্যে হয়তো সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে।