চট্টগ্রাম টেস্টে প্রথম দিনেই শক্তি দেখালেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। টেস্টের দ্বিতীয় দিনেও সেই আধিপত্য বজায় রেখেছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেট দেখেছে বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির পর দুই উইকেট হারলেও শক্ত অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ধনঞ্জয়া ২৭ বলে অপরাজিত ১৫ ও চান্দিমাল ৫৮ বলে ৩৪ রানে। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটসম্যান। তবে দলের 375 রানের লক্ষ্যে 104 বলে 59 রান করে আউট হন চান্দিমাল।
চাঁদমালের হয়ে প্রথম গোলটি করেন সাকিব হাসান, যা বাংলাদেশের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ। ক্রিজে আসা কামিন্দু মেন্ডিসের সঙ্গে ব্যাটিং শুরু করেন ধনঞ্জা। 5 শ্রীলঙ্কা দুপুরে 411 রান করে। বোর্ডে ফেরার পর স্কোরে রান যোগ করতে শ্রীলঙ্কার বলে বোল্ড হন খালেদ আহমেদ। ১১১ বলে ৭০ রান করে আউট হন ধনঞ্জা। ক্রিজে আসা প্রভা জয়সুরিয়ার সঙ্গে ৬৫ রানে ব্লক করেন কামিন্দু। তারও পঞ্চাশটা কথা মনে আছে। তবে ১১২ বলে ৫৪ রান করে আউট হন কামিন্দু। ৭ শ্রীলঙ্কার সংগ্রহ ৪৭৬ রান।