Skip to content

লোকসভার নতুন অধিবেশনে যা বললেন মোদি

    লোকসভার নতুন অধিবেশনে যা বললেন মোদি prothomasha.com

    ভারতে নতুন সরকারের প্রথম লোকসভা অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অধিবেশন শুরু আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সরকার গঠনের জন্য ‘বহুমতের’ প্রয়োজন, আর দেশ চালাতে সহমত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

    প্রতিবেদনে বলা হয়, সোমবারে অধিবেশনটি সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে, যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন। এই অধিবেশনেই সংসদের দুই কক্ষের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

    অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে দাঁড়িয়ে মোদি বলেন, সংসদীয় গণতন্ত্রে জন্য আজকের দিনটি অত্যন্ত গৌরবের। স্বাধীনতা পর প্রথমবার নতুন সংসদ ভবনে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হতো।মোদি বলেন, ‘সংসদে নতুন উদ্যোগ নতুন গতি অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা। শ্রেষ্ঠ ভারত নির্মাণ, বিকশিত ভারত তৈরির স্বপ্ন নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন।