গোল উৎসব করে চ্যাম্পিয়নস লিগের নতুন আসরে নিজেদের প্রথম জয় পেল বার্সেলোনা। ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।মঙ্গলবার ঘরের মাঠে বার্সার হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডভস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস। অন্য গোলটি বয়েজের আত্মঘাতী।
এর আগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের নতুন আসর শুরু বার্সা অষ্টম মিনিটে বয়েজের গোলরক্ষক কাছের পোস্টে ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি রাফিনিয়ার দারুণ নিচু ক্রস। ছুটে গিয়ে দূরের পোস্ট ফাঁকা জালে বল পাঠান লেভান্ডভস্কি।
৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। পেদ্রির জোরাল শট হেড করে ফেরান সফরকারীদের একজন। আলগা বল পেয়ে বাকিটা অনায়াসে সারে ছন্দে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আর ৩৭তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মার্তিনেস। পেদ্রির ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ব্যবধান বাড়ায় ৫১তম মিনিটে। রাফিনিয়ার কর্নারের মার্তিনেসের হেডে বল পেয়ে যান লেভান্ডভস্কি। জটলার মধ্য থেকে বাকিটা সারেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। আর ৮১তম মিনিটে বয়েজের ভুলেই বাড়ে ব্যবধান। নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহামেদ আলি কামারা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান কুলি। তবে মেলেনি গোল। ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান গোলরক্ষক।