ক্রিস্টিয়ানো রোনালদোর বয়সটা ৩৯! এ বয়সে অন্য খেলায়াড়রা যেখানে জার্সি তুলে রেখে ভিন্ন পেশায় মনোযোগ দেন, সেখানে সিআর সেভেন এখনও পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন। ইউরোপ ছেড়ে পর্তুগাল অধিনায়ক এখন সৌদি আরব মাতাচ্ছেন। যদিও রোনালদো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই। তবে সম্প্রতি একটি ভিডিওতে সেই ইঙ্গিত দিয়েছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস। তার মতে রোনালদোর ফুটবলজীবন আর বেশি দিন নেই।
জর্জিনা সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি রোনালদোর নাম লেখা একটি লাল রংয়ের পোশাক পরে চমকে দিয়েছেন। তারপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জর্জিনা বলেছেন, ‘ক্রিস্টিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।’
এর আগে গত বছর রোনালদো জানিয়েছিলেন, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান। গতবারের বিশ্বকাপে তার দেশ পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও রোনালদোর পক্ষে এখনও তা সম্ভব হয়নি। সেই অধরা লক্ষ্য পূরণে শেষ এক বার চেষ্টা করতে চান বলে শোনা গিয়েছিল। তবে জর্জিনার কথা সত্যি হলে, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
এদিকে রোনালদো সম্প্রতি নিজের কাজের জন্য শিরোনামে এসেছেন। গত রবিবার আল শবাবের ঘরের মাঠে খেলা ছিল আল নাসেরের। ৩-২ গোলে শবাবকে হারায় নাসের। প্রথম গোল তিনিই করেন। কিন্তু একটা সময় পর্যন্ত দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। শেষ দিকে ব্রাজিলের তালিস্কার গোলে জেতে নাসের।
সেই ম্যাচ চলাকালীন রোনালদোর পায়ে বল গেলেই মেসির নাম নিয়ে চিৎকার করছিলেন শবাব সমর্থকেরা। এই দৃশ্য সৌদি প্রো লিগে এর আগেও দেখা গিয়েছে। দলের তৃতীয় গোলের পরেও মেসির নামে চিৎকার থামেনি। তখনই দেখা যায়, প্রতিপক্ষ সমর্থকদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছেন তিনি। এরপরেই সৌদি ফুটবল সংস্থা রোনালদোকে এক ম্যাচ নিষিদ্ধ করে। জরিমানাও করা হয়েছে পর্তুগিজ তারকাকে।