Skip to content

রোনালদোকে নিয়ে দুঃসংবাদ, খেলবেন না এশিয়ান চ্যাম্পিয়নস লিগে

    রোনালদোকে নিয়ে দুঃসংবাদ, খেলবেন না এশিয়ান চ্যাম্পিয়নস লিগে prothomasha.com

    সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল পাচ্ছেন নিয়মিতই। কয়েকদিন আগেই ৯০০ গোলের মাইলফলক অতিক্রম করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফর্মে থাকলেও এশিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না রোনালদোর। এক বিবৃতিতে রোনালদোর ক্লাব আল-নাসর এই তথ্য জানিয়েছে।

    রোনালদো না থাকায় এএফসির এই টুর্নামেন্টে বেশ ভালোই ভুগতে হবে সৌদি ক্লাব আল-নাসরকে। সৌদি প্রো-লিগে ৩ ম্যাচ খেলে এরই মধ্যে ৪ পয়েন্ট হারিয়ে ফেলেছে দলটি। তবে পর্তুগিজ এই স্ট্রাইকারের ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে। তাকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

    আজ রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আল-নাসর জানায়, ‘আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আজ সুস্থ বোধ করছেন না এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দলের ডাক্তার নিশ্চিত করেছেন যে তাকে বিশ্রাম নিতে হবে এবং নিজের জায়গায় থাকতে হবে। ফলে আজ দলের সঙ্গে ইরাক সফরে যাবেন না তিনি। আমরা আমাদের অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা করছি।’

    জাতীয় দলের হয়ে নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। তার পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও একটি গোল আদায় করেছিলেন ৩৯ বছরের রোনালদো। আল-নাসরের হয়েও ফর্মে সিআরসেভেন। সব ধরনের প্রতিযোগিতায় ক্লাবটির সবশেষ ৪ ম্যাচে ৫ গোল পেয়েছেন রোনালদো। গোলের রেকর্ড গড়া এই খেলোয়াড়ের নজর ১০০০ গোলের মাইলফলকে। আগামী শুক্রবার প্রো-লিগের ম্যাচে আল ইত্তিফাকের বিরুদ্ধে ম্যাচে আবারও মাঠে ফিরতে পারেন রোনালদো। যদিও সেটি নির্ভর করছে তার এই ভাইরাল ইনফেকশন থেকে সুস্থ হয়ে ফেরার ওপর।