Skip to content

রাত জেগে পড়া কি কোনো কাজে আসে

    রাত জেগে পড়া কি কোনো কাজে আসে prothomasha.com

    রাত জেগে পড়ার অভ্যাস অনেকেরই। রাতে পরিবেশ নীরব থাকে, অন্য কোনো কাজও থাকে না, তাই অনেকেই রাত জেগে পড়াশোনা করতে পছন্দ করেন। কিন্তু দীর্ঘ মেয়াদে রাত জাগা বা ঘুমের অভাব আমাদের মেমোরি বা স্মৃতি সংরক্ষণে নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে রাত জেগে পড়লে আদতে কি খুব লাভ হয়?