আমরা মাছে ভাতে বাঙালি। সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো কোনো কথা থাকে না। প্রিয় মাছের রাজা ইলিশ কিনতে এখানে জেলার বাইরে থেকেও ছুঁটে আসে অনেক সৌখিন ক্রেতা। সোমবার (২০ মে) সকালে দৌলতদিয়া পদ্মা নদীর পারে অবস্থিত মাছ বাজার ঘুরে দেখা যায়, দুইটি ইলিশ মাছ, ওজন ৩ কেজি ৫০০ গ্রাম। মাছ দুইটি সর্বোচ্চ বাজার দরে ৪৫শ’ টাকা কেজি দরে ক্রয় করেন মো. চান্দু। একই বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ ২ হাজার থেকে ২৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এক কেজির নিচে অর্থাৎ ৫/৬শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দুইটি ইলিশ মাছ ক্রয় করেছি প্রায় ১৪ হাজার টাকা দিয়ে। আমরা কিছু লাভ রেখে এ মাছ বিক্রি করে দেব। আমরা অনলাইনেও বড় বড় ইলিশ মাছসহ বিভিন্ন প্রকার মাছ বিক্রি করি। মাছের আড়তদার মো. সাঈদ মোল্লা বলেন, পদ্মা নদীর পারে অবস্থিত এই বাজারে সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাছ ক্রয়-বিক্রয় হয়। এই বাজারে যে কেউ সহজভাবে মাছ কিনতে পারবে। বাজারে শতভাগ নদীর মাছ। যে কারণে এই বাজারের মাছের চাহিদা বেশি। তবে প্রতিদিন একই রকম বাজার থাকে না। আবার আমদানি বেশি হলে দাম কিছুটা কমে আসে।
মো. জুয়েল নামের এক ক্রেতা বলেন, মাঝে মধ্যে দৌলতদিয়া এই মাছের বাজার থেকে মাছ ক্রয় করতে হয়। ঢাকার কিছু আত্মীয়-স্বজন নদীর মাছ চায়। তাদের প্রয়োজনে মাছ কিনতে হয়। এই বাজারের মাছের দাম তুলনামূলক অনেক বেশি। একাধিক নারী ক্রেতা বলেন, মাসে ১/২ বার এই বাজারে আসি মাছ কিনতে। কারণ এখানে এসে নদীর তাজা মাছ পাওয়া যায়। দাম বেশি হলেও পরিবারের সকলের পছন্দ এই মাছ। রেজাউল নামের এক আড়তদার বলেন, দুই ঘণ্টা এই বাজারে শতভাগ পদ্মা-যমুনা নদীর মাছ ক্রয়-বিক্রয় হয়। এই বাজারে প্রতিদিন কমপক্ষে ২০ লাখ টাকার মাছ আমদানি ও রপ্তানি হয়। মাছের চাহিদাও অনেক। অনেক জায়গা থেকে এসে এখানে সহজে মাছ কিনতে পারা যায়।