Skip to content

রাজনৈতিক কনটেন্টে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে মেটা

    রাজনৈতিক কনটেন্টে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে মেটা prothomasha.com

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও থ্রেডসের কনটেন্ট ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। এমনকি এই দুই প্ল্যাটফর্মে কী পরিমাণ রাজনৈতিক কনটেন্ট দেখানো হবে সে বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবহারকারীদের অগ্রাধিকারকে গুরুত্ব দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানান, মেটার নতুন কাস্টমাইজেশন আপডেট ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। কনটেন্ট ফিল্টারিং করার পাশাপাশি নিজস্ব পছন্দ অনুযায়ী রাজনৈতিক কনটেন্ট নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিচ্ছে মেটা।

    মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন থেকে যেকোনো ব্যবহারকারী সেটিংস পরিবর্তন করার মাধ্যমে রাজনৈতিক কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। যারা নিয়ন্ত্রিত মাত্রায় রাজনৈতিক কনটেন্ট দেখতে চান তারা সেটিংস কাস্টমাইজ করে শুধু পাবলিক অ্যাকাউন্ট প্রকাশিত এক্সপ্লোর ও রিলসে রাজনৈতিক কনটেন্ট দেখতে পারবে। নতুন কাস্টমাইজেশন অপশনটি ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে মেটা।

    সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো রাজনৈতিক বিতর্কিত কনটেন্ট থেকে দূরে রাখার কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আসায় রাজনৈতিক কনটেন্টের নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। এর আগেই নতুন কাস্টমাইজেশন আপডেটটি চালু করা হচ্ছে।