Skip to content

যৌথবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

    যৌথবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তারprothomasha.com

    পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী এলাকায় ওই নেতার নিজ বাসভবনে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার পৃথক দুটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

    মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

    ক্যাপ্টেন রিমন রাফিন বলেন, ‘জব্দকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সঙ্গে জড়িত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

    সেনা কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।