Skip to content

যে ক্যাম্পাসে দিন–রাত ২৪ ঘণ্টাই প্রোগ্রামিং চলে

    যে ক্যাম্পাসে দিন–রাত ২৪ ঘণ্টাই প্রোগ্রামিং চলে prothomasha.com

    শাবিপ্রবিতে প্রোগ্রামিং চর্চার পালে একটা জোর হাওয়া লেগেছিল সম্ভবত ২০১২ সালে। সে বছরই প্রোগ্রামিংজগতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা ইন্টার কলেজিয়েট প্রোগ্রামিং কম্পিটিশনের (আইসিপিসি) ফাইনালে ওঠে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি দল। এরপর আরও আটবার আইসিপিসির ফাইনালে উঠেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান প্রভাষক এ কে এম ফখরুল হোসেন বলছিলেন, ‘বিভিন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে গিয়েই আমাদের শিক্ষার্থীদের মধ্যে মজবুত একটি প্রোগ্রামিং কমিউনিটি কালচার তৈরি হয়েছে। সিনিয়ররা জুনিয়রদের দিকনির্দেশনা দিচ্ছে। শিক্ষক আর অ্যালামনাইরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।’

    চর্চা শুরু প্রথম দিন থেকেই

    কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল এবং সফটওয়্যার প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন থেকেই এখানে হাতে–কলমে প্রোগ্রামিংয়ের ধারণা পান। প্রোগ্রামিংয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীতের কথা শিক্ষার্থীদের জানানো হয় নবীনবরণের দিনই, যেন তাঁরাও এই গৌরবের অংশ হওয়ার স্বপ্ন দেখতে পারেন। পরদিনই ‘কম্পিটেটিভ প্রোগ্রামিং ল্যাবে’ নবীনদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে তাঁরা কিছু মজার সমস্যার সমাধান করেন। প্রোগ্রামিংয়ের প্রতি তৈরি হয় আগ্রহ ও কৌতূহল। এ ছাড়া প্রথম বর্ষের প্রথম সেমিস্টার থেকেই ক্লাসে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করেন শিক্ষকেরা।