জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও দ্রুত পদোন্নতি দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের জন্য আবারও বাছাই তালিকা (ফিট লিস্ট) করা হবে। তাঁদের মধ্যে থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘বঞ্চিত’ কর্মকর্তাদের মধ্যে যাঁরা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের চাকরির বয়স শেষ পর্যায়ে, তাঁদের গ্রেড-১ (সচিবদের মূল বেতন একই) দেওয়া হবে। একই সঙ্গে অন্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতিও বিধি মোতাবেক শুরু হবে।