Skip to content

‘যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে’

    ‘যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে’ prothomasha.com

    লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার যেন সতীর্থ আনহেল দি মারিয়া ছাড়া অপূর্ণ। কেননা রেকর্ড ব্যালন ডি’অর জয়ীর আর্জেন্টিনার হয়ে বড় সব শিরোপা জয়েই অবদান ছিল এই মিডফিল্ডারের। সর্বপ্রথম ২০২১ সালে দি মারিয়ার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসিরা। এরপর ফিনালিসিমাতেও গোল করেছিলেন এই তারকা। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন তিনি।দি মারিয়া ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তার কাছে তিনটি গোল হয়ে থাকবে স্মরণীয়। ২০২১ সালে কোপা আমেরিকা ফাইনাল, ২০২২ লা ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের ফাইনালের গোল।তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন দি মারিয়া। চলমান কোপা আমেরিকা শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয় কড়া নাড়বে তার। আন্তুর্জাতিক ফুটবলে কি পেলেন, আর কি পেলেন না তার হিসেবটাও বোধহয় করবেন নিশ্চয়।সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে দি মারিয়া জানিয়েছেন তার চাওয়া-পাওয়ার হিসাব।কোপা আমেরিকা, ফিনালিসিমা জয় করেও যেন অপূর্ণ ছিল মেসি-দি মারিয়ার ক্যারিয়ার। সেই পূর্ণতা আসে ২০২২ সালে বিশ্বকাপ জিতে। আর তার জন্যই হয়তো দি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’