Skip to content

যশোরে গরমে স্কুল শিক্ষকের মৃত্যু

    যশোরে গরমে স্কুল শিক্ষকের মৃত্যু prothomasha.com

    যশোরে তাপপ্রবাহের মধ্যে আহসান হাবিব (৩৭) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে যশোর সদরের আমদাবাদ হাইস্কুলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্কুলে যাওয়ার আগে তিনি মাঠে ধান কাটতে গিয়েছিলেন। স্কুলের সহকর্মীরা বলছেন, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

    আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ জানান, সহকর্মী আহসান হাবিব সকালে মাঠে কাজ করে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই বুকে ব্যথা এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন। আমরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা প্রচণ্ড তাপের কারণে হিটস্ট্রোকে তিনি মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

    এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক আহসান হাবিব মাদকাসক্তও ছিলেন। নিয়মিত মাদক সেবন করতেন। ফলে তাপপ্রবাহে মাঠে কাজ করার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার আগে তীব্র গরমে মাঠে তিনি ধান কেটেছেন। আমরা মনে করছি, স্ট্রোক বা হিটস্ট্রোকে মারা গেছে। আছরবাদ জানাজা শেষে তাকে দাফন করা হবে।