Skip to content

‘ম্যাজিক’ ম্যাগনেট আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

    ‘ম্যাজিক’ ম্যাগনেট আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের prothomasha.com

    নতুন এক ধরনের চুম্বকের অস্তিত্ব প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। এ আবিষ্কারকে ‘অল্টারম্যাগনেটিজম’ বলা হচ্ছে। আরও দক্ষ ইলেক্ট্রনিক ডিভাইস তৈরির জন্য এই চুম্বক ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    চেক একাডেমি অব সায়েন্সেস ও সুইজারল্যান্ডের পল শেরার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সহযোগিতায় সুইস লাইট সোর্স (এসএলএস) নামের চৌম্বক ক্ষেত্রে অল্টারম্যাগনেটিজমের পরীক্ষামূলক প্রমাণ মেলে।অল্টারম্যাগনেটিজম আশপাশে থাকা বিভিন্ন বস্তুতে পাওয়া যেতে পারে বলে প্রথম তত্ত্ব দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ইনস্টিটিউট অব ফিজিক্স ও জার্মানির ইউনিভার্সিটি অফ মেইনজের একদল গবেষক।

    গবেষণায় নেতৃত্ব দেওয়া চেক একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব ফিজিক্সের অধ্যাপক টমাস জাংউইর্থ বলেন, ‘এটিই হলো অল্টারম্যাগনেটের ম্যাজিক।’ গত ১৪ ফেব্রুয়ারি গবেষণা পত্রটি ‘অল্টারম্যাগনেটিক লিফটিং অব ক্রেমার্স স্পিন ডিজেনারেসি’ শীর্ষক শিরোনামে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার’-এ  প্রকাশিত হয়েছে।

    আরও উন্নত মানের নতুন কম্পিউটার ও ইলেট্রনিক ডিভাইসের পথ তৈরিতে সাহায্য করবে এ আবিষ্কার। পাশাপাশি এটি ঘনীভূত পদার্থের বিষয়টি আরও ভালোভাবে বুঝতেও সাহায্য করবে, যা ‘স্পিন্ট্রনিক্সে’র উন্নয়নশীল খাতে এক যুগান্তকারী প্রমাণ হতে পারে বলে প্রত্যাশা গবেষকদের।