সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘মোস্তাফিজ নেই। আমি জানি, আমরা ডিফেন্ড করতে গেলে একটু হলেও ব্যাকফুটে যেতে পারি। কারণ আমাদের দুজন নতুন বোলার। মুশফিক খুব একটা খেলেনি, আর বর্ষণের প্রথম ম্যাচ। যেহেতু আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রান তাড়ায় যাব।’
প্রথম ৩ ওভারে ৪৫ রান দেওয়া মুশফিককে শেষ ওভারে নিয়ে আসার যৌক্তিকতায়ও কুমিল্লা অধিনায়কের মুখে মুশফিকের নাম, ‘আমাদের দলে পেসারই তিনজন। রাসেল, মুশফিক ও বর্ষণ। বর্ষণের আজকে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই ও আমাদের যে ব্রেকথ্রু এনে দিয়েছে, এটা অনেকেরই স্বপ্ন। এত বড় একটা দলে খেলবেন, সেমি ফাইনালের মতো ম্যাচে আপনি ভালো বোলিং করবেন, নতুন একটা ছেলের কাছে এটা অ্যামেজিং। শেষ ওভারে আমার কাছে অপশন ছিল না। পেস বোলিংয়ে যেতে হবে। মুশফিক অনেকগুলো ম্যাচ খেলেছে, সে কারণে দেওয়া। কিন্তু সবসময় যে আপনি সফল হবে, সেটাও নয়। নিশাম ভালো ব্যাটসম্যান, ওকে রিড করেছে।’
রংপুরকে হারিয়ে বিপিএলে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এর আগে চারবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা উৎসব করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালে মোস্তাফিজকে না পাওয়া গেলে সেটা হবে লিটনদের জন্য বড় ধাক্কা। তবে শিরোপা নির্ধারণী সে ম্যাচে মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লিটন, ‘আশা করা যাচ্ছে (মোস্তাফিজ ফাইনালে খেলবে)। আমার মনে হয় ও কাল পরশু থেকে প্র্যাকটিস করবে। দোয়া করেন, যেন ও ফাইনালটা খেলতে পারে।’
এর আগে মোস্তাফিজ মাথায় আঘাত পাওয়ার পরে সিটি স্ক্যান থেকে জানা যায়, কেবল মাথার বাইরের অংশে চোট পেয়েছেন। তারপরেও মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আজ ঢাকায় চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা জাতীয় দলের এ পেসারের। এরপরই আসলে জানা যাবে, ফাইনালে খেলতে পারবেন কি না। অবশ্য এর আগে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী মোস্তাফিজের খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।