Skip to content

মুন্সিগঞ্জে পুলিশকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা

    মুন্সিগঞ্জে পুলিশকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা prothomasha.com

    মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (৮ মে) একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনার ছবি তোলায় মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনকে মারধর করে আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন।

    মারধরের শিকার সাংবাদিক গোলজার হোসেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি। বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের মোবাইফোন কেড়ে নিয়ে মারধর করে আহত করে সাংবাদিককে। সেই সঙ্গে ওই কেন্দ্রের ভেতরে থাকা অন্তত ৭ জন সাংবাদিককে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়। মনিরুল হক মিঠু হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মারধরের ঘটনায় নেতৃত্বে ছিলেন চেয়ারম্যানের ভাতিজা তানভীর হক তুরিন।

    কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক রতন বৈরাগীর কাছে জানতে চাইলে তিনি ঘটনা এড়িয়ে যান। আপনাদের উপস্থিতিতে এত ঘটনার পরও কেন ন্যুনতম ব্যবস্থা নিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কিছুই হয়নি। সব ঠিক আছে। এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না।’ মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।