মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (৮ মে) একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনার ছবি তোলায় মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেনকে মারধর করে আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন।
মারধরের শিকার সাংবাদিক গোলজার হোসেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি। বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের মোবাইফোন কেড়ে নিয়ে মারধর করে আহত করে সাংবাদিককে। সেই সঙ্গে ওই কেন্দ্রের ভেতরে থাকা অন্তত ৭ জন সাংবাদিককে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়। মনিরুল হক মিঠু হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মারধরের ঘটনায় নেতৃত্বে ছিলেন চেয়ারম্যানের ভাতিজা তানভীর হক তুরিন।
কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক রতন বৈরাগীর কাছে জানতে চাইলে তিনি ঘটনা এড়িয়ে যান। আপনাদের উপস্থিতিতে এত ঘটনার পরও কেন ন্যুনতম ব্যবস্থা নিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কিছুই হয়নি। সব ঠিক আছে। এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না।’ মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।