Skip to content

মিরপুর-১০ নম্বরে শিক্ষার্থীদের ‍বিক্ষোভ

    মিরপুর-১০ নম্বরে শিক্ষার্থীদের ‍বিক্ষোভ prothomasha.com

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ- সমাবেশে তারা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিলে যোগ দিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    চারদিক থেকে ছোট ছোট মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে জড়ো হন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।শিক্ষার্থীরা বলেন, ‘সারাদেশের সঙ্গে সমন্বয় করে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এ আন্দোলন আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না। পুলিশ প্রশাসন আমাদের ভাইদের ওপর গুলিয়ে চালিয়েছে, তাদেরকে বলব- এখন সাবধান হোন। আপনাদেরও ছেলে-মেয়ে আছে, তাদের দিকে তাকান।’