পুরান ঢাকার আগাসাদেক সড়কের পাশের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়কে আপাতত উচ্ছেদ না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের উচ্ছেদপ্রক্রিয়ার ওপর ৩০ দিনের স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।আজ তাদের উচ্ছেদ বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা। আদালতে রিটের পক্ষে তারা নিজেরা শুনানিতে অংশ নেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।পরে আইনজীবী মনোজ কুমার ভৌমিক সংবাদমাধ্যমকে বলেন, মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদপ্রক্রিয়ার ওপর ৩০ দিনের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। ফলে এ সময়ে তাদের সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। এই সময়ে তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হলে তারা সেখান থেকে চলে যাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।মিরনজিল্লা সুইপার কলোনির একাংশে কাঁচাবাজার নির্মাণ করতে চাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শতাধিক পুলিশ ও এক্সাভেটর নিয়ে মিরনজিল্লা সুইপার কলোনি উচ্ছেদ অভিযানে যান ডিএসসিসি কর্মকর্তারা। হরিজন সম্প্রদায়ের বাসিন্দা তীব্র প্রতিবাদের মুখে সেদিন রাত ৯টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাতে পারেননি তারা। পরে হরিজন সম্প্রদায়ের সঙ্গে ডিএসসিসির সমঝোতা হয়।