‘কল হো না হো’ ছবির জন্য প্রিয় বন্ধু কারিনা কাপুরের কাছে ছুটে ছিলেন পরিচালক কর্ণ জোহর। কিন্তু সিনেমার জন্য শাহরুখের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন অভিনেত্রী। হতাশ কর্ণ তখন বিকল্প অভিনেত্রী হিসাবে প্রীতি জ়িন্তার কথা ভাবেন। সিদ্ধান্ত অনুযায়ী, ‘নয়না’ চরিত্রে অভিনয় করেন প্রীতি। কিন্তু ঠোকাঠুকির চোরা স্রোত বয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।‘কফি উইথ কর্ণ’ শোয়ের একটি পর্বে কারিনা কাপুর ও রানি মুখোপাধ্যায় অতিথি হয়ে আসেন। সেখানে কর্ণ প্রীতির একটি পুরনো ভিডিও দেখান। সেই ভিডিওতে কারিনার উদ্দেশে প্রীতি বলেছিলেন, “আমার ওকে নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ও যেভাবে আমাকে উপেক্ষা করে, সেটা নিয়ে সমস্যা আছে আমার।” প্রীতি আরও জানিয়েছিলেন, শুধু মাত্র কর্ণের সামনেই কারিনা তাঁকে হাই-হ্যালো বলেন। একই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাঁরা, তাই মনোমালিন্য সরিয়ে মিলেমিশে থাকার আহ্বান জানান প্রীতি।ভিডিও দেখার পরে করিনার তরিফে কোনও প্রতিক্রিয়া না এলেও, রানি একহাত নিয়েছিলেন প্রীতিকে। বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রীতি বড় বেশি কথা বলে। ওর একটু কম কথা বলা উচিত। সব বিষয়ে ও মতামত দিতে চায়। এই অভ্যাস বদলানো জরুরি। তা ছাড়া প্রীতি সত্যিই দারুণ।’‘কল হো না হো’ ছবিতে প্রীতিকে কাস্ট করার পরে কর্ণ ও কারিনার কথা বন্ধ ছিল প্রায় নয় মাস। ২০০০ সালের গোড়ার দিকে নিউইয়র্কে যশ জোহরের চিকিৎসার সময় পুনরায় যোগাযোগ হয় তাঁদের। বর্তমানে প্রীতি ও কারিনার মধ্যেও কোনও বাদানুবাদ নেই। সম্প্রতি করিনা অভিনীত ‘ক্রু’ ছবি দেখে প্রশংসায় মজেছিলেন প্রীতি।