Skip to content

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

    ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি prothomasha.com

    জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।এক সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, ইজু দ্বীপপুঞ্জে সকাল সাড়ে ৮টা এবং গাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার মধ্যে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

    স্থানীয়রা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেকে জানান, তারা ভূমিকম্প টের পাননি। জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পের পরে টোকিওর দক্ষিণে দূরবর্তী দ্বীপগুলিতে সুনামির পরামর্শ জারি করেছে।

    এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি হাচিজো দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১১ মাইল) দক্ষিণে ঘটেছে, যা টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত।এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি।

    ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার সবচেয়ে বড় কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের ‘সবচেয়ে সক্রিয়’ ভূমিকম্প বেল্ট। দেশটিতে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়।