Skip to content

‘ভারত’ প্রসঙ্গে আইসিসিকে একহাত নিলেন লংকান ক্রিকেটার

    ‘ভারত’ প্রসঙ্গে আইসিসিকে একহাত নিলেন লংকান ক্রিকেটার prothomasha.com

    চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে আইসিসি বাড়তি সুযোগ দিচ্ছে? দলের নাম না নিলেও রোহিত-কোহলিদের ইঙ্গিত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে একহাত নিলেন শ্রীলংকান স্পিনার মহেশ থিকশানা। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্নও তুলেছেন এই তারকা।

    বিশ্বকাপে প্রতিটি দলের মতোই নিজেদের গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলবে শ্রীলংকা। তবে দলটি চারটি ম্যাচই খেলবে চারটি আলাদা ভেন্যুতে। তবে ভারতীয় দল তাদের গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলবে একটিই ভেন্যুতে। পাশাপাশি ভারতীয় দল তাদের প্রস্তুতি ম্যাচটা এমন মাঠে খেলেছে যেখানে তারা তাদের গ্রুপ লিগের বেশি সংখ্যক ম্যাচটাই খেলবে। এই সব বিষয় নিয়ে কারোর নাম না করে একাধিক প্রশ্ন তুলে থিকশানা।

    থিকশানা যে সত্যটি তুলে ধরেছেন তাতে তিনি জানিয়েছেন, শ্রীলংকাকে তাদের গ্রুপ ডি খেলাগুলি বিভিন্ন ভেন্যুতে খেলতে হবে, যখন ভারত একই স্টেডিয়ামে তাদের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচ খেলবে। ফলে তারা খেলার মাঝে অনেকটাই আরাম পাবে, যেটা পরোক্ষভাবে উল্লেখ করে। আসলে ৩ জুন টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলংকা পরাজিত হওয়ার পরে এমন প্রতিক্রিয়া দিয়েছেন মহিশা থিকশানা।

    থিকশানা বলেন, ‘যে দলগুলো খেলছে একই ভেন্যুতে তাদের প্রস্তুতি ম্যাচ খেলছে এবং গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলছে, অবশ্য আমি তাদের নাম বলতে পারব না (টিম ইন্ডিয়া), তারা কিছুটা হলেও সুবিধা পাবে। কন্ডিশন কেমন আগে থেকেই জানবে কারণ তারা একই ভেন্যুতে অনুশীলন ম্যাচ খেলছে। কেউ সেটা করতে পারেনি। আজ আমরা খেলছি তখন আমাদের ম্য়ানেজমেন্ট আজকের ফ্লাইট ঠিক করছে কারণ আমাদের সবকিছু গুছিয়ে নিতে হবে। কারণ পরের ম্যাচ খেলতে আমাদের এখান থেকে অন্য কোথাও যেতে হবে।’

    নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম তিনটি গ্রুপ এ খেলার পাশাপাশি একই স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রাথমিক অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল রোহিত শর্মার দল। এই বিষয়ে থিকশানা বলেন, ‘আমরা ফ্লোরিডায় অনুশীলন ম্যাচ খেলেছি, এবং আমাদের তৃতীয় খেলাটি ফ্লোরিডায়। আমি মনে করি কিছু জিনিস আছে যা নিয়ে সকলের পরের বছর একটু ভাবা দরকার ও পুনর্বিবেচনা করা প্রয়োজন। কারণ আমি জানি যে এই বছর কিছুই পরিবর্তন যাবে না।’