Skip to content

ভারতের রিজার্ভ বেড়ে এখন ৬২৫ বিলিয়ন ডলার

    ভারতের রিজার্ভ বেড়ে এখন ৬২৫ বিলিয়ন ডলার prothomasha.com

    ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ১ মার্চ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সর্বশেষ রিজার্ভের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সপ্তাহের শেষে ভারতের রিজার্ভ ৬৫৫ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটির মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০০ কোটি (৬২৫ বিলিয়ন) ডলার।

    রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য উদ্ধৃত করে  জানিয়েছে, গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। এর আগের রিপোর্টিং সপ্তাহে দেশটির সামগ্রিক রিজার্ভ বেড়েছিল ২৯৭ কোটি ডলার। আর গত সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৬৫৫ কোটি ডলার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় ১২০ শতাংশ বেশি রিজার্ভ বেড়েছে। ২০২১ সালের অক্টোবরে ভারতে মোট ৬৪৫ বিলিয়ন ডলারের রিজার্ভ হয়েছিল। এটিই দেশটির সর্বকালের সর্বোচ্চ রিজার্ভ। তবে বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে ২০২২ সাল থেকে ভারতের বৈদেশিক মুদ্রার মজুত কমতে থাকে।

    গত বছরের আগস্টে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমে যায়। বিশ্লেষকেরা বলেছেন, সে সময় আমদানি ব্যয় বেড়ে যায়। এ ছাড়া ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় রুপির মান ধরে রাখতে আরবিআই বাজারে ডলার বিক্রি করে। মূলত এসব কারণেই দেশটির রিজার্ভ কিছুটা কমে যায়। তবে সার্বিকভাবে ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার।

    ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মধ্যে বর্তমানে রয়েছে ৫৫৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া ইউরো, পাউন্ড ও ইয়েনের দাম বৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাবও ভারতের রিজার্ভে প্রভাব ফেলছে। অন্যদিকে গত সপ্তাহে ভারতে স্বর্ণের রিজার্ভ ৫৬৯ মিলিয়ন ডলার বেড়ে ৪৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার হয়েছে। স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ১৭ মিলিয়ন কমে ১৮ দশমিক ১৮ বিলিয়ন হয়েছে।

    ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চলমান ঊর্ধ্বগতি বৈশ্বিক প্রেক্ষাপটে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। ভারতে চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, উৎপাদন ও নির্মাণ খাতে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। যদিও অর্থনীতিবিদেরা ইতিপূর্বে তৃতীয় প্রান্তিকে ভারতের অর্থনীতিতে ৬ দশমিক ৬ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।