Skip to content

ভারতের বিশ্বকাপ দলে পন্থ-দুবে-স্যামসন

    ভারতের বিশ্বকাপ দলে পন্থ-দুবে-স্যামসন prothomasha.com

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দলে জায়াগা পেয়েছেন ঋশভ পন্থ, শিবম দুবে ও সঞ্জু স্যামসনরা। অনেক আলোচনা থাকলেও হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করা হয়েছে স্পিনার যুজবেন্দ্র চাহালও দলে জায়গা করে নিয়েছেন। যেখানে সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। তার সঙ্গে স্পিনার হিসেবে অন্য তিনজন হলেন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

    দলে পেসার হিসেবে আছেন জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে আছেন পান্ডিয়া ও দুবে। রোহিতের সঙ্গে উদ্বোধনী ব্যাটিংয়ে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। তবে দলে রিজার্ভ হিসেবে রাথা হয়েছে শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খানকে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান।