Skip to content

ভাঙ্গায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

    ভাঙ্গায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর prothomasha.com

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত এবং ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামে এ সংঘর্ষের ঘটে।  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ভাঙ্গার হামিরদী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে হাবিব সিকদার গ্রুপের আরজু শিকদারের সঙ্গে কাইয়ুম তালুকদার গ্রুপের চান শিকদারের কথা কাটাকাটি হয়। তখন হাবিব সিকদার গ্রুপের হাফিজুল শিকদারকে কাইয়ুম তালুকদারের লোকজন পিটিয়ে জখম করে। এর জের ধরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বড় হামিরদী গ্রামের পক্ষে নেতৃত্ব দেন হাবিব ও অন্যগ্রুপের নেতৃত্বে ছিলেন কাইয়ুম। এ সময় দুই গ্রুপের ধাওয়াপাল্টা ধাওয়া হয়। তখন দুই পক্ষের প্রায় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ বিষয়ে জানতে হাবিব সিকদার ও কাইয়ুম তালুকদারে মোবাইলে একাধিকবার ফোন করা হলে তাদের পাওয়া যায়নি।

    ওসি মো. মামুনুর রশিদ বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’