Skip to content

ব্যবসায়ীকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন

    ব্যবসায়ীকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন prothomasha.com

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামাল হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ৪ জন উপস্থিত এবং দুজন পলাতক ছিলেন।

    দণ্ড পাওয়া আসামিরা হলেন- রূপগঞ্জের গুতিয়াবো এলাকার মাহবুব রহমান, সবুজ মিয়া, শরীফ মিয়া, পারভেজ, আসাদুল্লাহ ও সাদ্দাম হোসেন। তাদের মধ্যে মো. শরীফ মিয়া ও মো. সাদ্দাম হোসেন পলাতক আছেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় ব্যবসায়ী কামাল হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাদের মধ্যে দুজন পলাতক রয়েছেন এবং চার জন আদালতে উপস্থিত ছিলেন।