Skip to content

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

    বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস prothomasha.com

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুক থাকতে পারে। তবে আগামী রবিবার সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়াও কিশোরগঞ্জের নিকলিতে ১৮, ঢাকায় ১৬, মাদারীপুর ও ময়মনসিংহে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।