Skip to content

বুমরাহর ৫ উইকেট, অস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে দিল ভারত

    বুমরাহর ৫ উইকেট, অস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে দিল ভারতprothomasha.com

    পার্থে ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানে গুটিয়ে লিড নেওয়ার স্বপ্নে ছিল অস্ট্রেলিয়া। তবে জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ে সেটি পারেনি স্বাগতিকরা। তার ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে ১০৪ রানেই গুটিয়ে দিয়েছে ভারত। তোতে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেল সফরকারীরা।

    ১৫০ বা তার কম রান করে ৪৬ রানের এই লিড ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। ১৮৮৮ সালে ইংল্যান্ড ১১৩ রান তুলে অস্ট্রেলিয়াকে ৪২ রানে অলআউট করে ৭১ রানের লিড পেয়েছিল। এখনো পর্যন্ত যেটি সর্বোচ্চ। ১৯০২ সালে অস্ট্রেলিয়া ১১২ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে অলআউট করেছিল ৬১ রানে।

    এক শ’র আগেই অলআউট হতে পারত অস্ট্রেলিয়া। তবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের বীরত্বে দলীয় শতরান পার করে তারা। দশম উইকেটে দলীয় সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন তারা। দলের দ্বিতীয় সর্বোচ্চ জুটি ওপেনিংয়ে। নাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজার ওপেনিং জুটিতে আসে ১৪ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা স্টার্কের ব্যাটে। ১১২ বলে ২৬ রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে নয় বা তার পরে মাঠে নেমে এক শ বল খেলার কীর্তি সবশেষ ২০১৭ সালে দেখিয়েছিলেন প্যাট কামিন্স। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে এমন কীর্তি গড়েন কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান অ্যালেক্স ক্যারির (২১)।

    —নয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন স্টার্ক। ছবি: সংগৃহীত

    ৫৯ রানে ৭ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিন মাঠে নামে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে আর ১১ রান যোগ হতেই ক্যারিকে ফেরান বুমরাহ। প্রথম দিন ৪ উইকেট নেওয়া ভারত অধিনায়কের পূর্ণ হয় ৫ উইকেট। লায়নকে ফেরাতেও সময় নেননি আরেক পেসার হরশিত রানা। ৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া শঙ্কায় পড়ে শতরানের আগে অলআউট হওয়ার। তবে জশ হ্যাজলউডকে নিয়ে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকেন স্টার্ক। একসঙ্গে দুজনে ব্যাট করেন ১৮ ওভার। তাতে ১০৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

    বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হরশিত রানা। ৪৮ রানের বিনিময়ে ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। প্রথম দিনেই ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

    নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান এসেছে অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রিশাভ পান্ত। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ব্যাটিংয়ে যাওয়া লোকেশ রাহুলের ব্যাট থেকে।