Skip to content

বিসিবির পরিচালক হলেন ফাহিম

    বিসিবির পরিচালক হলেন ফাহিম prothomasha.com

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। আজ বুধবার বোর্ডের এক সভায় নতুন বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। একই সভায় কোচ নাজমুল আবেদীন ফাহিমকে বিসিবির পরিচালক করা হয়েছে।ক্রিকেট বিশ্লেষক ফাহিম বিকেএসপির কাউন্সিলরও। যদিও বিসিবির সবশেষ নির্বাচনে তিনি পরিচালক হওয়ার লক্ষ্যে লড়েছিলেন খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। তবে নির্বাচনে সুজনের জয় হয়।

    পরিচালক হতে হলে প্রথমে প্রার্থীদের কাউন্সিলর হতে হয়। ফাহিম পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায়। যদিও গতকাল পর্যন্ত তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। ববি জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন। আজকের বোর্ড সভায় তারই স্থলাভিষিক্ত হলেন ফাহিম।

    ফারুক আহমেদ পাপনের পরিবর্তে কোন প্রক্রিয়ায় বিসিবির সভাপতি হয়েছেন সেটাও জানা গেছে। প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ফারুক পরিচালক হন জালাল ইউনুসের জায়গায়। গতকাল বিসিবির সাবেক এই ক্রিকেট অপারেশন্সের প্রধান বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন।