Skip to content

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান

    বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান prothomasha.com

    টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে মিশন শুরু করল টাইগাররা। এই ম্যাচে মাঠে খুব একটা ভালো খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নতুন ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাবিক টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি আসরেই খেলেছেন।আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন প্রথম এই কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

    এমন মাইলফলক গড়তে যাওয়ার আগে নিজের অনুভূতি জানিয়ে আইসিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সেখানে সাকিব বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’

    এর আগে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আরও বিশ্বকাপ আসরে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার আইসিসির ভিডিওতে তিনি একই অভিপ্রায় প্রকাশ করেন। বলেন, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আরও কয়েকটা আসর আসছে (খেলতে পারব)।’

    টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ক্রিকেটারদের শীর্ষে আছেন সাকিব। বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার শিকার করেছেন ৪৭ উইকেট। এবারের আসরে তিনি প্রথম কোনো বোলার হিসেবে সংক্ষিপ্ত ক্রিকেটের মেগা টুর্নামেন্টটিতে উইকেটের ফিফটি করার সুযোগ পাচ্ছেন। ওই তালিকায় তার পরের অবস্থানে থাকা বাকি চার বোলার- শহীদ আফ্রিদি (৩৯), লাসিথ মালিঙ্গা (৩৮), সাঈদ আজমল (৩৬) ও সমান ৩৫ উইকেট নেওয়া অজন্তা মেন্ডিস ও উমর গুল আগেই বিদায় জানিয়ে দিয়েছেন ক্রিকেটকে।