Skip to content

বিদায়ী ম্যাচে ইমরুলকে সম্মাননা, ছিলেন তামিম-আশরাফুল

    বিদায়ী ম্যাচে ইমরুলকে সম্মাননা, ছিলেন তামিম-আশরাফুলprothomasha.com

    আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেকদিন থেকেই। শুধুই ঘরোয়া ক্রিকেটে দেখা যেত ইমরুল কায়েসকে। জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু অপেক্ষাটা আর দীর্ঘ করলেন না। বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোথাও আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না জাতীয় দলের সাবেক এই ওপেনারকে। বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন ইমরুল। প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি তিনি। মাত্র ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।

    ইমরুল সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছেন। ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। টেস্টে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ইমরুল। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। চারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।