অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তিন মাস ২৮ দিন কারাভোগের পর শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন তিনি। এর আগে তিনি চারটি মামলায় জামিন পান।
এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট এবং দুটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে ঘিরে ঘটনায় ২ নভেম্বর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ভাংচুর ও সহিংসতার অভিযোগে রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম)।
তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ রমনা থানায় দুটি ও পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা রয়েছে। এরপর জহির উদ্দিন স্বপনের জামিন আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।