বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।আজ শনিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
হাফিজ উদ্দিন বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। এ কারণেই দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা নিশ্চিত করবে।একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাঁধের পানি ছাড়া নিয়ে মিথ্যাচার করেছে ভারত। বড় দেশ বলে যা ইচ্ছা তাই করবে, সেটা করতে দেওয়া হবে না।
‘ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল’ জানিয়ে তিনি বলেন, ছোট দেশ হলেও এমন কিছু আমরা করতে পারি যাতে ভারতে সংহতি টিকে থাকা দায় হবে। ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল। বন্ধুত্বের কথা বলে ভারতের প্রভুত্ব চলবে না।তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না, অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।