Skip to content

বিএনপির সাবেক নেতা জেড এ খান আর নেই

    বিএনপির সাবেক নেতা জেড এ খান আর নেই prothomasha.com

    বিএনপির সাবেক নেতা মেজর জেনারেল (অব.) আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বুধবার (১ মে) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সাবেক এই নেতা।

    পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ ‘আল্লাহু আকবর’ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা, বাদ আসর গুলশান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর বনানী সামরিক কবরাস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জহিরুল আমিন খানের জন্ম ১৯৪৪ সালের ১১ মে। তিনি ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

    এক এগারোর পট পরিবর্তনে আগে জেডএ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এক এগারোর সরকারের সময় তিনি বিএনপি সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার সঙ্গে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত পান। পরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের(বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন।