Skip to content

বায়ার্নের বিপক্ষে অ্যাস্টন ভিলার অবিশ্বাস্য জয়

    বায়ার্নের বিপক্ষে অ্যাস্টন ভিলার অবিশ্বাস্য জয় prothomasha.com

    চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেল অ্যাস্টন ভিলা। বদলি নামা জন দুরানের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।

    বুধবার ভিলা পার্কে ম্যাচের ৭০তম মিনিটে অলি ওয়াটকিন্সকে তুলে দুরানকে নামান কোচ। মাঠে নামার আট মিনিটের মাথায় পজেশন ধরে রাখা ও আক্রমণে এগিয়ে থাকা বায়ার্নকে হতভম্ব করে দেন তিনি। নিজেদের সীমানা থেকে সতীর্থের থ্রু পাস পেয়ে, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে দূর থেকে প্রথম ছোঁয়ায় বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড দুরান।

    অ্যাস্টন ভিলার স্মরণীয় এই জয় মনে করিয়ে দিচ্ছে তাদের চার দশক আগের সেরা সাফল্যকে, ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে হারিয়েই প্রথম ও শেষবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। পরের আসরেও ছিল তারা। এরপর দীর্ঘ খরা কাটিয়ে এবারই ফিরেছে তারা ইউরোপ সেরার মঞ্চে।এর আগে ইয়াং বয়েজের মাঠে ৩-০ গোলে জিতে আসর শুরুর পর, এবার ঘরের মাঠে সমর্থকদের অবিস্মরণীয় জয় উপহার দিল ইংলিশ ক্লাবটি।

    ভিলা পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে ভিলা। দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে তারা। আরও ছয়টি দলের পয়েন্টও সমান ৬। গোল ব্যবধানে এগিয়ে সবার ওপরে বরুশিয়া ডর্টমুন্ড। দিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করে যাত্রা শুরু করা বায়ার্ন ৩ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে।